ময়মনসিংহে হিজড়ারা পেল প্রধানমন্ত্রীর ত্রাণ
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিজড়াদের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে ২৬০ জন হিজড়ার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ রফিক উদ্দিন স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে হিজড়াদের ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ও ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ত্রাণ সহায়তা বিতরণ করেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক লিটার তেল ও এক প্যাকেট সেমাই।
এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন ‘আমরা পর্যায়ক্রমে সব অসহায় ও দরিদ্র মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেব।’
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর ই.লিগের সভাপতি এহতেশামুল আলম, পুলিশ কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।