ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। অপর ১৩ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা যাওয়া তিনজন হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবদুল হামিদ (৬০), নেত্রকোনার এমদাদুল হক (৮৫) ও শেরপুরের নালিতাবাড়ীর আমির উদ্দিন (৯০)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৩ জন হলেন ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৬২), গোলাপ আলী (৫৫), দুলু মিয়া (৩০), সাবু খাতুন (৮৫), হোসনে আরা (২৫), ত্রিশালের পারভীন আক্তার (৪৫), হালুয়াঘাটের খোকন মিয়া (৫৫), গফরগাঁওয়ের সুরাইয়া খাতুন (৬৫), শেরপুরের সাজেদা (৫৫), মনোয়ারা বেগম (৬৫), টাঙ্গাইলের সৌরভ (১৩), পরিমল চন্দ্র (৫২) ও নেত্রকোনার সুজিত চন্দ্র দাস (৬০)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৪৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৬০ জনের নমুনা পরীক্ষায় ৪৫৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার সর্বোচ্চ ২০৬ জন রয়েছেন। এ ছাড়া মুক্তাগাছার ৪৯ জন ও গৌরীপুরের ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।