ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত এই ১৮ জনের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে এবং আটজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান আজ মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ফরিদা (৪০), গফরগাঁওয়ের শিরিনা (৬০) ও আজিমউদ্দিন (৪০), ত্রিশালের হোসনে আরা (৫৮), সদরের আবুল কাশেম (৭০) শেরপুর জেলার মরিয়ম (৬৫) ও হানিফ মিয়া (৫০), নেত্রকোনার সালমা (৩৫), টাঙ্গাইলের মধুপুরের খোরশেদ আলম (৭০) এবং শফিপুরের হাবিবুর রহমান (৪৫)।
এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের আনোয়ারা (৭০), আবুল বাশার (৬০), আবদুল কুদ্দুস (৭০), সিরাজুল হক (৬০), কে এম জালালউদ্দিন (৮৭), মো. আব্দুর রাজ্জাক (৬৫), জামালপুরের মাহফুজা (৫০) এবং টাঙ্গাইলের মধুপুরের সুরাইয়া (৩৫)।
ডা. মো. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৬২ জন ভর্তি আছেন, আইসিইউতে আছেন ২০ জন।
গতকাল সোমবার দিবাগত রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৯৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১২৮ জনের এবং পিসিআর পরীক্ষায় ১৩৭ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৭ শতাংশ।
এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জেলার ১০৮ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।