ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালের সর্বশেষ তথ্যমতে, মৃত ২২ জনের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে রোগীদের অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ায় নির্ধারিত বেডের চেয়ে দ্বিগুণ রোগী এখন ভর্তি রয়েছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় যারা মারা গেছেন তারা হলেন ময়মনসিংহ সদরের খলিলুর রহমান (৭৫), সাইফুজ্জামান (৩৯), গিয়াসউদ্দিন (৬২), সারোয়ার জাহান (৮১), মমতাজ বেগম (৮০), গৌরীপুরের মো. মোবারক হোসেন শান্ত (১৬), টাঙ্গাইলের মধুপুরের আমেনা বেগম (৮০), ঘাটাইলের আবেদা খাতুন (৬০) এবং নেত্রকোনা পূর্বধলার আলমপুর এলাকার আব্দুর রউফ (৩৫)।
এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের মো. সাইফুল (৬৫), সাইমুননেসা (৬৫), শামসুদ্দিন (৯০), আব্দুল হেলিম (৭০) ও ফজিলা খাতুন (৬০), ফুলপুরের আকবর (৭০), তারাকান্দার আবু সালেহ (৫৫) ও আব্দুল খালেক (৬৭), ত্রিশালের ধানীখোলার হামিদা খাতুন (৪৬), মুক্তাগাছার খলিলুর রহমান (৫৮), নেত্রকোনার জুলেখা (৬৫) এবং পূর্বধলার হাবিবুর রহমান (৬২)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ৫৫৩ জন এবং আইসিইউতে ভর্তি আছে ২২ জন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ করোনা পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করে ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৭২ জন ও আরটিপিসিআর টেস্টে ২০৮ জন।
শনাক্ত রোগীদের মধ্যে ময়মনসিংহ সদরের ১৮৬ জন, নান্দাইলের ছয়জন, ঈশ্বরগঞ্জের ১৫ জন, গৌরীপুরের নয়জন, ফুলপুরের ১৩ জন, তারাকান্দার ১০ জন, হালুয়াঘাটের ১৫ জন, ধোবাউড়ার একজন, মুক্তাগাছার ১৬ জন, ফুলবাড়ীয়ার ১৩ জন, ত্রিশালের ২৬ জন ও ভালুকার ২৬ জন ও গফরগাঁওয়ের ৪৪ জন।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৬ হাজার ৩৭৫ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৮১ জন। বাকি চার হাজার ৪৯৪ জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৭৫ জন।