ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। অন্য তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি হলেন গফরগাঁও উপজেলার আফাজ উদ্দিন (৭৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ফুলবাড়িয়া উপজেলার মকবুল হোসেন (৫৫), ত্রিশাল উপজেলার নুরজাহান (৭৮) ও টাঙ্গাইলের রিনা খাতুন (৪১)।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহে ৮২ জনের মৃত্যুর খবর জানা গেছে। এদিকে, মমেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরও ৪৬ জন ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২০৯ জন।
এদিকে, ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৭ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৫৫ জন এবং পিসিআর টেস্টে ৫৫ জন শনাক্ত হয়। এ ছাড়া জেলার ৩৭ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।