ময়মনসিংহ মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ছয় জনের করোনা শনাক্ত করা হয়েছিল। অপর ১১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
মমেক হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ সদরের মোস্তাফিজুর রহমান (৪২), ত্রিশালের আব্দুল খালেক (৬৭), শেরপুর সদরের লুৎফুন্নেসা বেগম (৬০), নালিতাবাড়ীর রোকসানা (২৩), নারায়ণপুরের আব্দুল মোতালেব (৬৪) ও জামালপুর সদরের চাঁন মিয়া (৬৫)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ সদরের জলিল (৪৫), ইদ্রিস আলী (৬১), শামসুন্নাহার (৭০), হোসেন আলী (৩৮), নুর বানু (৬০), সিরাজুল (৯০), মুক্তাগাছার আল জিন্নাহ (৬৫), ভালুকার বিল্লাল হোসেন (৫৬), জামালপুর সদরের আব্দুল মান্নান (৬৫), আব্দুল কুদ্দুস (৮৫) ও নেত্রকোনা সদরের আব্দুর রহমান (৫০)।
ডা. মো. মহিউদ্দিন খান আরও জানান, বর্তমানে মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৪১৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২১ জন।
এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯৭ জন এবং আরটি পিসিআর টেস্টে ১৬৬ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ।
এদিকে, ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহ সদরের ১৯৩ জন, নান্দাইলের ১১ জন, ঈশ্বরগঞ্জের তিন জন, গৌরীপুরে চার জন, ফুলপুরের ৯ জন, তারাকান্দার তিন জন, হালুয়াঘাটের এক জন, মুক্তাগাছার পঁচ জন, ফুলবাড়িয়ার ১০ জন, ত্রিশালের ৯ জন, ভালুকার তিন জন ও গফরগাঁওয়ের ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে মমেক হাসপাতালে জেলার ১২১ জন এবং বিভিন্ন উপজেলা হাসপাতালে ১০ জন রোগী ভর্তি আছে।