ময়মনসিংহ মেডিকেলে করোনায় এক দিনে ২০ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ইউনিটে মৃতের সংখ্যা আড়াইশ ছাড়িয়ে গেছে। করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন জানান, মমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় সাত জন এবং উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের তিন জন, শেরপুরের তিনজন ও নেত্রকোনার একজন রয়েছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের দুজন, জামালপুরের দুজন, নেত্রকোনার পাঁচ জন, শেরপুরের তিন জন ও টাঙ্গাইলের একজন রয়েছেন।
চলতি মাসের ১৮ দিনে মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ১০৬ জনসহ মোট ২৫১ জন মারা গেছেন। বর্তমানে ৩৮ জন নতুন রোগীসহ হাসপাতালে ৪১১ জন চিকিৎসাধীন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ২২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৭১ জন।
এদিকে, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষায় আরও ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩৩ শতাংশ। এ নিয়ে জেলায় মোট ১১ হাজার ৪৯৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ ছাড়া সুস্থ হয়েছে আট হাজার ৩১৩ জন।