ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৭, উপসর্গে ১২ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন এবং উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান আজ বুধবার সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সাতজন হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাজ মাহমুদ (৭০), সদর উপজেলার আব্দুস সালাম (৮০), গফরগাঁও উপজেলার আয়েশা খাতুন (৭০), ভালুকা উপজেলার নুরুল হক (৮৫), নেত্রকোনা জেলার মরিয়ম নেসা (৭০), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সুলতান মোহাম্মদ (৫৫) ও ধনবাড়ী উপজেলার আব্দুস সোবহান (৭০)।
এ ছাড়া করোনা উপসর্গে যে ১২ জন মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের মিজানুর রহমান (৪৮), রইস উদ্দীন (৭৫), ফুলপুর উপজেলার শাহ আরিফ রব্বানী (৬০), সেলিনা (৩০), ত্রিশাল উপজেলার বাদশা (৪৫), তারাকান্দা উপজেলার আব্দুল মান্নান (৬০), সালমা (২৪), ফুলবাড়িয়ার শফিকুল ইসলাম (৫৫), জামালপুর সদরের হামিদা বেগম (৫০), আবদুল হোসাইন (৬৮), নেত্রকোনা সদরের রোকেয়া আক্তার (৬২), শেরপুরের নালিতাবাড়ি উপজেলার শেফালি (৫৫)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৩০ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১২৭ জন এবং পিসিআর ল্যাব পরীক্ষায় ১৫৬ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২৬ দশমিক ৭৬ শতাংশ।