যমুনায় নৌকাডুবিতে দুই বোনের মৃত্যু, নিখোঁজ এক
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন।
নিহতেরা হলেন শাহজাদপুর উপজেলার পাঁচবাংলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (৪), ও তার বোন তাসলিমা (চার মাস)।
শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা ও চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ বিকেল ৪টার দিকে উপজেলার জোতপাড়া নৌকাঘাট থেকে নারী ও শিশুসহ ১৫ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহজাদপুর উপজেলার জড়তা স্কুলঘাটের দিকে রওনা হয়। নৌকাটি জোতপাড়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে যমুনা নদীর তীব্র স্রোতের তোড়ে ডুবে যায়। এ সময় অন্য নৌকার চালক ও যাত্রীদের সহায়তায় নারীসহ ১২ জন তীরে উঠে আসে। এর আগেই এক নারীর সঙ্গে থাকা তাঁর দুই মেয়ে তানিয়া ও তাসলিমার মৃত্যু হয়। নৌকায় থাকা যাত্রীরা দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।