যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি
সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান বলেন, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় পানির বিপৎসীমা ধরা হয় ১৩ দশমিক ৩৫ সেন্টিমিটার। আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ পয়েন্টে পানি রেকর্ড করা হয় ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১০০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যমুনা নদীর এনায়েতপুর, কাজীপুর, চৌহালী উপজেলায় ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালুর বস্তা ফেলা হচ্ছে।
অন্যদিকে, গত বছরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ধসে যাওয়া স্থানে মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।