যশোরে করোনায় ও উপসর্গে আরও ৮ মৃত্যু, শনাক্ত ৪৮ ভাগ
যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। অপর চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। যশোর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, মৃত আটজনের মধ্যে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মৃত অপর চারজন যশোরের ঝিকরগাছা, চৌগাছা, অভয়নগর ও মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে মারা গেছেন। সবাই করোনা পজিটিভ ছিলেন।
এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৯১ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৮৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ৬৫ জন ভর্তি রয়েছে।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, করোনার সংক্রমণ কমাতে জেলার পাঁচটি পৌরসভাসহ আরও কয়েকটি এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এরপরও সংক্রমণ বাড়তে থাকায় মানুষের চলাচল নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরও কঠোর করার চিন্তা করছে প্রশাসন।