যশোরে চার ইউনিটকে রেজিমেন্টাল পতাকা দিলেন সেনাপ্রধান
যশোরে বাংলাদেশ সেনাবাহিনীর চারটি ইউনিটকে রেজিমেন্টাল পতাকা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সেনানিবাসের এস টি এস অ্যান্ড এস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
অনুষ্ঠানে সেনাপ্রধান ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এবং ১০ ও ১১ সিগন্যাল ব্যাটালিয়নের কালার প্যারেডে অংশগ্রহণ করেন। এরপর তিনি ব্যাটালিয়নের কাছে রেজিমেন্টাল পতাকা দেন।
সেনাপ্রধান বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ দেশের এক বিশেষ অর্জন। অনেক প্রতিকূলতা পেরিয়ে এ অর্জন প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও অবিচল নেতৃত্বের অবদান। সেইসঙ্গে সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আস্থা আমাদের আরও নিরলসভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।’
এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তৃতা শেষে সেনাপ্রধান সেনাসদস্যদের সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এরপর রেজিমেন্টাল পতাকা পাওয়া ব্যাটালিয়ন সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।