যশোরে জেলা যুবদলনেতাকে কুপিয়ে হত্যা, তদন্তে র্যাব-পুলিশ
যশোরে নিজ বাড়ির সামনে জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের নাজিরশংকরপুর চোপদারপাড়ার আকবরের মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ধনি ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। এরই মধ্যে এই হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে র্যাব ও পুলিশ।
নিহত যুবদল নেতা ধনি যুবলীগকর্মী ইয়াসিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় আটক হওয়ার পর কয়েকদিন আগে তিনি জামিনে ছাড়া পান।
নিহত ধনির ভাই মনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে ধনি বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনের একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত আট থেকে নয়জন দুর্বৃত্ত ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, ‘ধনি হত্যায় কারা জড়িত, তা কারও অজানা নয়’। খুনিদের ধরতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন তিনি।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপন কুমার সরকার বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। খুনিদের ধরতে অভিযান চলছে।’
হত্যাকাণ্ডের বিষয়ে র্যাবের পক্ষ থেকেও ছায়াতদন্ত চলছে বলে জানিয়েছে যশোরের র্যাব-৬।
এদিকে, ধনির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও সহযোগি সংগঠনগুলো নেতাকর্মীরা। তাঁরা ধনি হত্যায় জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।