যশোরে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের হার, উদ্বিগ্ন প্রশাসন
সীমান্তবর্তী জেলা যশোরে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের হার। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৫২ শতাংশ। গতকাল সোমবার শনাক্তের হার ছিল ২৯ শতাংশ। এ ছাড়া যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে।
যশোরে গত মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনা শনাক্তের হার বাড়তে শুরু করে। জুন মাসের শুরুতেও করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী ছিল। গত ৩ জুন শনাক্তের হার ছিল ২৫ শতাংশ, ৪ জুন ছিল ২৩ শতাংশ, ৫ জুন ২০ শতাংশ, ৬ জুন ২৩ শতাংশ ও ৭ জুন শনাক্তের হার ছিল ২৯ শতাংশ। আজ মঙ্গলবার করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় যশোরে ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
যশোরে এখন পর্যন্ত সাত হাজার ৯৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এ ছাড়া যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫৭ জন রোগী।
এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন রয়েছে জেলার সাধারণ মানুষ। তাদের অনেকের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। করোনা শনাক্তের হার নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। এ ছাড়া আজ মঙ্গলবার দুপুরে করোনা প্রতিরোধবিষয়ক কমিটির জরুরি বৈঠক রয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।