যশোরে বিএনপির পদযাত্রায় পুলিশের হামলার অভিযোগ
যশোরে ইউনিয়ন পর্যায়ের পদযাত্রায় বিভিন্ন স্থানে পুলিশের বাধা ও নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের অভিযোগ উঠেছে। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করেন স্থানীয় নেতাকর্মীরা। সে সময় এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি বিএনপির।
কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত পদযাত্রায় উপস্থিত ছিলেন। তাঁর দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তাঁর নেতৃত্বে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর থেকে পদযাত্রা শুরু করে।
অমিত বলেন, ‘পদযাত্রা বাওলিয়ায় পৌঁছালে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের নির্মমভাবে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।’
বিএনপির এই নেতা হামলা ও আটকের তীব্র নিন্দা জানিয়ে দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। এদিকে, ঝিকরগাছায়ও অন্তত ছয়টি ইউনিয়নে পদযাত্রায় আওয়ামী লীগ ও পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাবেরুল হক সাবুর দাবি, সংঘর্ষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৫জন আহত হয়েছেন। এর মধ্যে আটজন হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া ১২ জনকে আটক করেছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। দলীয় কর্মসূচি পন্ড করতে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।’