যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
গরুর জন্য মেশিনে বিচালি কাটতে গিয়ে যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। মৃতরা হলেন ওই গ্রামের মৃত খেলাফত মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম (৪২) ও রুহুল আমিন (৩৮)।
মৃত তৌহিদুলের ভায়রাভাই জিল্লুর রহমান জানান, রুহুল আমিন গরুর জন্য মেশিনে বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ দৃশ্য দেখে তৌহিদুল ইসলাম দৌড়ে যান। তিনি মনে করেন মেশিন তার ভাইয়ের গায়ের ওপর পড়েছে। তিনি মেশিন ধরে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।