যশোরে লকডাউন সফল করতে যৌথ টহল
লকডাউন সফল করতে যশোরে সেনা, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টহল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে যশোর জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে এই টহল শুরু হয়।
টহল শুরুর আগে যশোর সেনানিবাসের ৯ বেঙ্গল ল্যান্সারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর আলম সাংবাদিকদের জানান, অসামরিক প্রশাসনকে সহায়তা করতে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশনায় তারা টহলে যুক্ত হয়েছেন। দেশের এই ক্রান্তিলগ্নে কার্যকরী টহল ব্যবস্থার মাধ্যমে জনগণকে সচেতন করা ও ঘরে থাকতে উদ্বুদ্ধ করার মাধ্যমে করোনার প্রকোপ ও বিস্তার রোধ করাই তাদের মূল উদ্দেশ্য।
এদিকে, গতকাল রাত থেকেই যশোরে থেমে থেমে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। যে কারণে এমনিতেই শহরে মানুষের চলাচল একেবারেই কম। সকাল ৯টায় যৌথ টহল শুরু করার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়। বৃষ্টি কিছুটা কমলে সকাল ১১টার দিকে যৌথ টহল দল শহরের রাস্তাগুলো প্রদক্ষিণ করা শুরু করে।