যশোরে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি
যশোরে তৃতীয় দফায় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ মঙ্গলবার যশোর জেলা প্রশাসনের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় যশোরে সার্বিক কাজকর্ম ও চলাচলের ওপর ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর আগে যশোর পৌরসভার আংশিক এলাকায় প্রথম দফায় সাত দিনের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়। পরে জেলার পাঁচটি পৌরসভাসহ আরও বেশকিছু এলাকায় দ্বিতীয় দফায় সাত দিনের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়। তৃতীয় দফায় এসে পুরো জেলাকেই কঠোর বিধিনিষেধের আওতায় আনা হলো।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কঠোর বিধিনিষেধ চলাকালে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সব ধরনের গণপরিবহণ চলাচল বন্ধ থাকবে। কাঁচাবাজার, ফুল, মুদি দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।
এ ছাড়া সব ধরনের দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ, চা-স্টল বন্ধ থাকবে। মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ সর্বোচ্চ পাঁচজন এবং জুমার নামাজে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও এর বেশি জমায়েত হওয়া যাবে না। জনসমাবেশ ঘটে, এমন সব ধরনের অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে। বন্ধ থাকবে জেলার সব গরুর হাটও।
উল্লেখ্য, যশোরে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। আজ জেলায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আটজন মারা গেছে, যা একদিনে যশোরে সর্বোচ্চ মৃত্যু।