যশোরে ২৪ ঘণ্টায় ২০৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪ জনের
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁদের করোনা শনাক্ত করা হয়েছিল। অপর একজন আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া যশোরে নতুন করে আরও ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৬০ শতাংশ।
করোনা বিষয়ে জেলা প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাজী মো. সায়েমুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, আইসোলেশন ওয়ার্ডে একজন ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে দুজন মারা গেছেন।
এরই মধ্যে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিট রোগীতে পূর্ণ হয়ে গেছে। বর্তমানে সেখানে ৯১ জন ভর্তি রয়েছেন। আইসোলেশন ওয়ার্ডের চিত্রও একই।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট ও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৩১ জন রোগী। এর মধ্যে ৮০ শয্যার করোনা ইউনিটে ৯১ জন ও ৪০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ৪০ জন ভর্তি রয়েছেন।
এডিএম কাজী মো. সায়েমুজ্জামান আরও জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলার তিনটি পৌরসভা এলাকাসহ কিছু ইউনিয়নে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেলার অভ্যন্তরীণ সব রুটে গণপরিবহণ বন্ধ আছে। সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।