যশোর কেন্দ্রীয় কারাগারের ব্যারাকে আগুন
যশোর কেন্দ্রীয় কারাগারের ব্যারাকে আগুন লেগে ছয়টি ঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, আজ সন্ধ্যার দিকে আগুন লাগার পরপরই তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, ছয়টি ঘরে আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান কেন্দ্রীয় কারাগারে যান এবং আগুন নেভানোর কাজ তদারকি করেন।