যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের কাছে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘গুরুতর আহত পলাশকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।’
বাচ্চু মিয়া আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি আটক করা হয়েছে।’