যাত্রাবাড়ীতে ৯০১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯০১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার রাশেদ মিয়া (২২) নামের এক মাদক কারবারির এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামি রাশেদ মিয়াকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০। এ সময় ৯০১ বোতল ফেনসিডিলসহ রাশেদ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মোবাইল জব্দ করা হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।