যান্ত্রিক ত্রুটি মেরামতের সময় ট্যাংকার উল্টে নিহত ১
রাজধানীতে একটি তেলবাহী ট্যাংকারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। মেরামত করতে যান তিন থেকে চার জন। বনশ্রীর এ ব্লকের মূল সড়কের পাশের এক ঢালু স্থানে নিয়ে ট্যাংকারটিতে মেরামতের কাজ করা হচ্ছিল। মেরামতের এক পর্যায়ে উল্টে যায় ট্যাংকারটি। এ ঘটনায় ট্যাংকারের নিচে চাপা পড়ে মো. হৃদয় (১৮) নামের এক মেরামতকারী নিহত হন।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরই সেখানে যান রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক। এরপর ফারুক ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকারটি সরিয়ে ফেলেন। এসআই ফারুক নিজেই এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
মো. ফারুক বলেন, ‘ট্যাংকার উল্টে যাওয়ায় মো. হৃদয় ঘটনাস্থলেই মারা যান। তিনি একজন মেরামতকারী ছিলেন। এ ঘটনার পর বেশ কিছু সময় সড়কে যানজট লেগে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে র্যাকার দিয়ে ট্যাংকারটি রাস্তা থেকে সরিয়ে নেয়। এরপর যানজট কমে যায়।’
এসআই ফারুক আরও বলেন, “ট্যাংকারটি সরকারি তেল বহন করে। ট্যাংকারটিতে ‘জরুরি সরবরাহ বিমানের তেল নারায়ণগঞ্জ-ঢ০১০০৪৩’ লেখা ছিল। এরই মধ্যে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।’
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান এসআই ফারুক।