যারা দুর্ভিক্ষের কথা বলছে তারা মিথ্যাচার করছে : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশে দুর্ভিক্ষের কোনো চিহ্ন নেই। এ দেশে কোনো দুর্ভিক্ষ হবে না। যারা দুর্ভিক্ষের কথা বলছে তারা মিথ্যাচার করছে। দেশকে ছোট করছে।
গাজীপুরে আজ শনিবার মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ১৪ বছরে দেশে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কৃষিতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। যা বিশ্বের মাঝে বিস্ময়কর। আগে মানুষ বলতো বাংলাদেশ বন্যার দেশ, সাইক্লোনের দেশ। প্রতি বছর উত্তরাঞ্চলে মঙ্গা হতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ৪ কোটি ৩৯ লাখ টন খাদ্য উৎপাদন হয়।
তিনি আরও বলেন, ৩০ লাখ টন সবজি উৎপদান হতো। এখন হয় ২ কোটি ১৬ লাখ টন। সাতগুণ বেশি। বিশ্ব খাদ্য সংস্থা বলেছে, বাংলাদেশে দুর্ভিক্ষের কোনো চিহ্ন নেই। এ দেশে কোনো দুর্ভিক্ষ হবে না। যারা দুর্ভিক্ষের কথা বলেছে, তারা মিথ্যাচার করছে। দেশকে ছোট করছে। বিএনপি মিথ্যাচার করে ষড়যন্ত্র করছে। আমরা এদের বিভিন্ন সময়ে আমরা মোকাবিলা করেছি।
বিএনপি-জামায়াতের পায়ের নিচে মাটি নেই। ২০১৩ থেকে ২০১৫ সালে ষড়যন্ত্র করেছে বিএনপি। আবার ষড়যন্ত্র করছে। আপনাদের কবর আপনারাই খুঁড়েছেন। খালেদা জিয়া, তারেক রহমান অপরাধের আসামি। বাংলাদেশে বিএনপি-জামায়াতের কবর খুঁড়েছি। তাদের শিকড় উপড়ে ফেলা হবে।