যার জন্য করি চুরি, সেই বলে চোর : সংসদে মুজিবুল হক চুন্নু
জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, ‘যার জন্য করি চুরি সেই যদি বলে চোর।’ তিনি আরও বলেছেন, ‘নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। আমরা কোথায় যাব, কী করব।’
আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে চুন্নু এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘গতকাল একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে বিএনপি সম্পর্কে বলছেন, স্বৈরাচার, খুনি, এটসেট্রা, এটসেট্রা। সেখানে তিনি এরশাদের নামও বলছেন। মাননীয় স্পিকার, যার জন্য করি চুরি সেই যদি বলে চোর।’
চুন্নু বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে এতো খাতির করলাম, জোট বাঁধলাম, ক্ষমতায় আসলাম, আনলাম—তারপরও যদি সেই আওয়ামী লীগের ভাইয়েরা জিয়াউর রহমানকে গালি দিতে গিয়ে জাতীয় পার্টির এরশাদকে গালি দেন, তাহলে আর যাই কোথায়? তাহলে তো নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। আমরা কী করব, আমরা কোথায় যাব।’
এ সময় সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে চুন্নু বলেন, ‘ভালো লাগবে, সামনে সময় আসছে।’