যুগপৎ আন্দোলনের শরিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে : নজরুল ইসলাম খান
যুগপৎ আন্দোলনের শরিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সবাই মিলে কীভাবে আরও কার্যকর আন্দোলন গড়ে তোলা যায়, সফল করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।’
আজ রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক জোট ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির এই নেতা। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশ নেন।
‘খালেদা জিয়া অসুস্থ বলেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে’ জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘তার রোগ নির্ণয় করে সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, ম্যাডামের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট যেন ভালো পান চিকিৎসকরা, তার সুচিকিৎসা হয়।’
খালেদা জিয়া দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সারা জীবন সংগ্রাম করেছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া আরও সুস্থ হবেন, যদি তিনি দেখেন আমরা যে আন্দোলন-সংগ্রাম করছি সেটাতে সফল হয়েছি।’ তিনি বলেন, ‘আমরা সবাই তার রোগ মুক্তি কামনা করছি।’