যুবলীগের চেয়ারম্যানের জন্মদিনে কোরআন খতম, খাবার বিতরণ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে কোরআন খতম, বিশেষ দোয়া মাহফিল ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবুর উদ্যোগে পূর্ব গোড়ান দারুল উলুম মাদ্রাসায় বাদ ফজর কোরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আক্তার হোসেন।
এর আগে ৩০ জন হাফেজ দিয়ে পবিত্র কোরআনের খতম করানো হয়। মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীসহ ১২০ জন শিক্ষার্থীর জন্য তিন বেলা উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে।
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ১৯৭১ সালের নিহত শহিদ এবং শেখ ফজলে শামস পরশের পিতা শেখ ফজলুল হক মণি ও মা আরজু মণির রুহের মাগফেরাতও কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতের আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ রাজনৈতিক মঞ্চের একজন আদর্শিক নেতা। প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুখী ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ নির্মাণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। যুবলীগের সংকটাপন্ন পরিস্থিতিকে মোকাবেলা করে এর ভাবমূর্তি ফিরিয়ে আনতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন তিনি।
এ সময় ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, অসহায় মানুষের দ্বারে দ্বারে যুবলীগের নেতাকর্মীরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, রান্না করা খাবার, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। চিকিৎসা সেবার জন্য টেলি মেডিসিন, অ্যাম্বুল্যান্স সেবা নিশ্চিত করেছেন। করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনসহ কৃষকের ধান কাটা সুনিশ্চিত করেছেন।