যুবলীগের মহাসমাবেশ দুপুর আড়াইটায়, খণ্ড খণ্ড মিছিলে আসছেন নেতাকর্মীরা
৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশ আজ শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হবে। তবে সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা ভীড় করছেন। এছাড়া খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নেতাকর্মীরা ঢুকছেন সমাবেশস্থলে।
আজ শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। রাজধানীর বিভিন্ন সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা শোভা পাচ্ছে।
এদিকে শাহবাগ, মৎস্য ভবন, রমনা, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের চার দিকেই নেতাকর্মীরা অবস্থান করছেন। অপরদিকে যুবলীগের মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকায় নিরাপত্তার জোরদার করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখে নেতাকর্মীদের তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশে অংশ নেওয়া অনেকে বলেন, আড়াইটায় অনুষ্ঠান হলেও আগে ভাগে ঢুকে পড়ছি। কারণ শেষ মুহূর্তে অনেক মানুষের ভীড় হবে। এ ছাড়া জুমার নামাজও সমাবেশস্থলে আদায় করার ইচ্ছা আছে।