যুবলীগের সমাবেশস্থলে জুমার নামাজ পড়লেন নেতাকর্মীরা
বাংলাদেশে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে। মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে সমাবেশস্থলে জুমার নামাজ আদায় করেন নেতাকর্মীরা।
আজ শুক্রবার বেলা আড়াইর দিকে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিম ধর্মাবলম্বীরা এই জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন। সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকে আসতে শুরু করেছে যুবলীগের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে অবস্থান করেন নেতাকর্মীরা। এছাড়াও সকাল থেকেই মিছিলের পর মিছিল নিয়ে আসতে থাকেন সমাবেশস্থলে। বেলা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উদ্যানের ভেতরে ও তার আশপাশের এলাকায় জনসমাগম বাড়তে থাকে।
উদ্যানের পশ্চিম পাশে বেড়া দিয়ে আগে থেকেই নামাজের জন্য জায়গা নির্ধারণ করে রাখা হয়। সেখানে জুমার জামাত অনুষ্ঠিত হয়। লোকসংখ্যা অধিক হওয়ায় যারা নামাজের মূল স্থানে জায়গা পাননি তারা বেড়ার বাইরে ও আশেপাশে নামাজ আদায় কর। এতে ইমামতি করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুফতি এহসানুল হক মুজাদ্দেদী। নামাজ শেষে দোয়ায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদকের জন্য দোয়া করা হয়।