যুবলীগের সমাবেশে এসে এক নেতার মৃত্যু
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন জিন্নাত আলী হারুন (৪৫)। রাজশাহী থেকে ঢাকায়ও পৌঁছেছিলেন। কিন্তু, শেষ অবধি মহাসমাবেশে যোগ দিতে পারেননি। আজ শুক্রবার দুপুরে পথে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে হারুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জানা গেছে, হারুন রাজশাহীর মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলেন।
হারুনের সঙ্গে বাসযোগে রাজশাহী থেকে আসা শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বিষয়টি আজ বিকেলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, ‘আমরা রাজশাহী থেকে একটি বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হলের সামনে নামি। সেখান থেকে আমরা দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশের দিকে যাচ্ছিলাম। তখনই হারুনের ব্লাড প্রেসার বেড়ে যায়। একটি রিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’
শফিকুল ইসলাম আরও বলেন, ‘ঢামেকের ইমারজেন্সিতে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষ করে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘দুপুর একটার দিকে চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢামেকের মর্গে রাখা আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।’