যুবলীগের সমাবেশে নায়ক-নায়িকারা
৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগের সমাবেশে যোগ দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। এসময় সমাবেশে অভিনেতা চঞ্চল চৌধুরী যোগ দিয়ে গেয়েছেন সাদা সাদা, কালা কালা গান। অপরদিকে চিত্রনায়িকা নিপুণকেও দেখা গেছে।
আজ শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশে দেখা মেলে। এ দিকে দুই নায়ককে কাছে পেয়ে অনেককেই সেলফি তুলতে দেখা গেছে। ইতোমধ্যে সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে হাজির হন। এসময় তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপরে তাঁকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ফুল দিয়ে বরণ করে নেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির হওয়ার পরে নেতাকর্মীদের মধ্যে উৎফুল্লতা লক্ষ করা গেছে।
মহাসমাবেশে ১০ লাখেরও বেশি লোক এসেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতারা। অনুষ্ঠান সফল করতে গত এক সপ্তাহ ধরে সোহরাওয়ার্দী উদ্যানে লেকের পূর্বপ্রান্তে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলেছে। ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবর্ষিকী। ১৯৭২ সালের এই দিনে দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।