যে কারণে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে সাংসদ
পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এস এম শাহাজাদা নিজ এলাকার দাবি জানাতে সংসদে অভিনব পন্থা নিয়েছেন। তিনি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তাঁর দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন। উপকূলীয় এলাকার এই সংসদ সদস্যের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আর কোন দাবি নাই ত্রান চাই না, বাঁধ চাই’।
আজ বুধবার একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে (২০২১ সালের বাজেট অধিবেশন) এই প্ল্যাকার্ড গলায় ঝুলিয়েই বক্তব্য দেন সংসদ সদস্য এস এম শাহজাদা।
স্পিকারকে উদ্দেশ করে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বলেন, “আমরা কয়েক দিন আগে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পরেছিলাম। আপনি জানেন, দক্ষিণাঞ্চলে ইয়াস কী ধরনের তাণ্ডব চালিয়েছে। আমার এলাকায় আগুনমুখা নদীর নাম অনেকেই শুনেছেন। সেখানে অনেকগুলো চর রয়েছে। সেই চরগুলোর চারপাশে কোনো বেড়িবাঁধ নেই। যার কারণে ঘূর্ণিঝড়সহ জোয়ারের পানিতে প্লাবিত হয়ে মানুষের ক্ষতি হয়। তাদের ফসল নষ্ট হয়ে গেছে। মাছ সাগরে চলে গেছে। প্রধানমন্ত্রীর অনুগ্রহে সেখানে সবার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। একটি উপজেলায় ৩৬ লাখ, আরেকটিতে ২১ লাখ টাকা জরুরি সাহায্য দেওয়া হয়েছে। এগুলো আমি দিতে গিয়েছিলাম। কিন্তু আপনারা দেখেছেন, অনেক জায়গায় বেড়িবাঁধ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমার ওইখানের লোকজন বলেছে, ‘আর কোন দাবি নাই, ত্রান চাই না, বাঁধ চাই’।”
সংসদ সদস্য আরও বলেন, ‘মাননীয় স্পিকার, আমিও তাদের বাইরের কেউ না।’