যে কারণে মামলা করলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
আজ বৃহস্পতিবার দুপুরে ১৫ জনকে আসামি করে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বাদী হয়ে মামলাটি করেন।
তাহেরী অভিযোগে বলেন, ‘কোনোরকম যোগাযোগ না করেই গত ২২শে মার্চ সিলেটের বালাগঞ্জ উপজেলার পৈলনপুরে ইসলামী সুন্নি মহাসম্মেলনে হাজির থাকার কথা উল্লেখ করে প্রচারণা চালায়। মাহফিলের পোস্টারে তাঁর নাম ছাপানো হয়। এছাড়া, মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তাহেরীর পিএস দাবিদার এক ব্যক্তিকে মাহফিল কমিটি ৩৩ হাজার টাকা দিয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
তাহেরী অভিযোগে আরও বলেন, এ ঘটনার পরে ফেসবুক ইউটিউবে তাঁর নামে নানারকম অপপ্রচার ও কুৎসা রটনা করে। তাঁর বিরুদ্ধে মিছিলও করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় আয়োজক কমিটি। এ সময় সিলেটে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা।
এই মামলার মাধ্যমে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তাহেরী।
এ বিষয়ে তাহেরীর আইনজীবী সাইফুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, আগামী ৩১ মার্চ বিচারক এ মামলা আমলে নেওয়ার আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন।