রংপুরে ধর্ষণচেষ্টায় কিশোরকে নির্যাতনের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা
রংপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে আহত করার ঘটনায় নির্যাতিত কিশোরের বাবা ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল শুক্রবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামিরা হলেন সুরুজ মিয়া, সজিব, খোকন মণ্ডল, রোকন মণ্ডল, মনদেল কেরানী ও আকমল হোসেন।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
এর আগে গত ২১ আগস্ট রংপুরের বদরগঞ্জে খেলার সময় তিন বছরের এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পাশের বাড়ির এক কিশোরকে হাত-পা বেঁধে নির্দয়ভাবে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয় একটি প্রভাবশালী মহল।
অন্ধকার ঘরের ভেতর শিশুটিকে নিষ্ঠুরভাবে নির্যাতন করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচার হলে প্রশাসনের টনক নড়ে। এ ঘটনার সাতদিন পর নির্যাতনের শিকার কিশোরের বাবা বদরগঞ্জ থানায় মামলা করলেন।
থানায় লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট লুকোচুরি খেলার সময় ওই কিশোর এক শিশুকে থাপ্পড় মারে। এ ঘটনা ভিন্ন খাতে নিয়ে ওই শিশুর পরিবার অভিযোগ তোলেন তার মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় কিশোরটিকে তার বোনের বাড়ি থেকে ডিবি পরিচয় দিয়ে ধরে এনে একটি ঘরের ভেতর হাত-পা বেঁধে বেদম মারপিট করে আহত করা হয়। এ সময় ওই কিশোরের গোপনাঙ্গে কলমের চিকন অংশ ঢুকিয়ে আঘাত করে। এমনকি জিহ্বার নিচে কলম দিয়ে খুচিয়ে রক্তাক্ত করে। এ সময় পানি খেতে চাইলে প্রস্রাব গ্লাসে দিয়ে তাকে জোর করে খাওয়ানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার দিন শিশুটির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ছেলেটিকে যশোরের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠায়।
এদিকে, নির্যাতনের শিকার কিশোরটির বাবা ও স্থানীয়দের অভিযোগ, ‘পুর্ব শত্রুতার জেরে একই গ্রামের প্রভাবশালী ওই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছেলেকে আমার মেয়ের বাড়ি থেকে ধরে নিয়ে হাত-পা বেঁধে কয়েক দফায় নির্যাতন করে।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া নির্যাতনের শিকার শিশুটির বাবা ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে মামলা রেকর্ড করা হয়। প্রকৃত দোষী ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’