রংপুরে বালু বোঝাই ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
রংপুরের বদরগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রহিম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের অবসরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিম ওই এলাকার বাবু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দুর রহিম অবসরপাড়ার জনৈক আমিনুল ইসলামের বসত বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপরে খেলাধুলা করছিল। রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টর শিশু আব্দুর রহিমকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরই চালক পালিয়ে যায়। খবর পেয়ে বদরগঞ্জ থানার পুলিশ বালুভর্তি ঘাতক ট্রাক্টরটিকে থানায় নিয়ে আসে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম সিদ্দিক জানান, শিশুটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। ঘাতক ড্রাইভার পলাতক রয়েছে। ট্রাক্টরটিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।