রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারে পড়ে ছিলেন নর্থ সাউথের শিক্ষার্থী
রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ আজ দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওই শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি সাব্বির আহমেদ জানান, আজ সকালে খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই শিক্ষার্থী। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে পুলিশ এ তথ্য জানতে পারে। ওই সময়ের মধ্যেই দুর্ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ওই শিক্ষার্থীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে ওই মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ওসি আরও জানান, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাশের একটি স্থানে থাকা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দেখা যায়, ওই শিক্ষার্থীর পাশে একটি স্কুটি ছিল। আর, একটি কাভার্ডভ্যান তার পাশ দিয়ে চলে গিয়েছিল। স্কুটি থেকে পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটেছে, নাকি কাভার্ডভ্যানের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তবে, এরই মধ্যে ওই কাভার্ডভ্যানটির নম্বর পাওয়া গেছে। সেটি ধরার চেষ্টা চলছে বলে ওসি জানান।