রপ্তানি পণ্যের তালিকা থেকে বাদ পড়ল কাঁচা পাট
রপ্তানি পণ্যের তালিকা থেকে কাঁচা পাটকে বাদ দেওয়া হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এর আগে গত ২১ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা পাটকে রপ্তানি পণ্য তালিকা থেকে বাদ দিয়েছে। সার্কুলারে বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিষয়টি অবহিত করেছে।
রপ্তানি নীতি ২০২১-২৪ অনুযায়ী কাঁচা পাট শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্যের তালিকাভুক্ত ছিল। গত ৩১ অক্টোবর পর্যন্ত দেশ থেকে কাঁচা পাট রপ্তানি করা যেত।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ২১ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের কাঁচা পাট রপ্তানি হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ২৪ কোটি ডলারের কাঁচা পাট রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দুই কোটি ৪ লাখ ডলারের কাঁচা পাট রপ্তানি হয়েছে।
বাংলাদেশ থেকে প্রধানত ভারতে কাঁচা পাট রপ্তানি হয়। এর বাইরে পাকিস্তান, চীন, নেপাল, ব্রাজিলসহ বিভিন্ন দেশে এ পণ্য রপ্তানি হয়ে থাকে। কাঁচা পাটের বাইরে বিভিন্ন ধরনের পাটপণ্যের অন্যতম রপ্তানিকারক দেশ বাংলাদেশ। বাংলাদেশি বহুমুখী পাটপণ্যের বিশেষ কদর রয়েছে বিভিন্ন দেশে।