রহনপুর পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান খান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন সাত হাজার ৬২৭ ভোট। তাঁর কাছের প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন সাত হাজার ৬২ ভোট।
আজ শনিবার রাত ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোতায়াক্কিল রহমান জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কোনো প্রার্থীও কোনো অভিযোগ করেনি। নির্বাচন সুষ্ঠু করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ দল, র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছিল বিজিবি।
রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন, কাউন্সিল পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী আসনে ১৭ জন প্রতিযোগিতা করেন।