রাজধানীতে এলএসডি মাদকসহ আটক চার
রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক এলএসডি ও ডিএমটি উদ্ধারসহ চার জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। শনিবার দিবাগত রাতে তেজগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ রোববার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আ ন ম ইমরান খান বলেন, এলএসডি, ডিএমটি মাদকসহ চার জনকে আটক করা হয়েছে। আজ দুপুর ২টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।