রাজধানীতে এসি বিস্ফোরণে ভবনের দেয়াল ধস, আহত ৩
রাজধানীর ঢাকা কলেজের পাশের একটি ভবনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের দেয়াল ধসে পড়েছে। এতে তিনজন আহত হয়েছেন।
আজ রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
এরশাদ হোসাইন বলেন, ‘এসি বিস্ফোরণে ভবনটির দেয়াল ধসে পড়েছে। এ ঘটনার পর ওই ভবনে আগুনের সূত্রপাত ঘটে। এতে তিনজন আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।’
এরশাদ বলেন, ‘এসি বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। এখনও স্বল্প পরিসরে আগুন জ্বলছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।’