রাজধানীতে কাভার্ডভ্যানচাপায় রিকশাচালকসহ নিহত ২
রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরের রাসেল স্কয়ারে কাভার্ডভ্যানচাপায় (ঢাকা মেট্রো-ট ১৪-৩১২০) ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন রিকশাচালক এবং অপরজন রিকশার আরোহী। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। কাভার্ডভ্যানটি এসকে এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের। এই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাস্তার পাশে থাকা ট্রাফিক বক্স কাভার্ডভ্যানের ধাক্কায় ভেঙে গেছে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘ধানমণ্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে একটি বেপরোয়া কাভার্ডভ্যানচাপায় দুজন ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আহত হন দুজন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আর মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।’