রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের
রাজধানীর কাকরাইলের জাজেজ কমপ্লেক্সের পাশে কাভার্ডভ্যানের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৬) নামের পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান আজ মঙ্গলবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শহিদুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
এসআই মাহমুদুল হাসান বলেন, ‘শহিদুল ইসলাম হাইওয়ে পুলিশের সদর দপ্তরে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি রাজধানীর আব্দুল গনি রোডের পুলিশ কন্ট্রোল রুমের ব্যারাকে যাচ্ছিলেন। জাজেজ কমপ্লেক্সের পাশে গেলেই পেছন থেকে শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যান শহিদুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।’
মাহমুদুল হাসান আরও বলেন, ‘শহিদুল ইসলাম পুলিশের গাড়ি চালাতেন। তিনি হাইওয়ে পুলিশের সদর দপ্তর উত্তরা থেকে সরকারি মোটরসাইকেলে করে ব্যারাকে ফিরছিলেন। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মাহমুদুল হাসান বলেন, ‘কাভার্ডভ্যানটিকে এখনও শনাক্ত করা যায়নি। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। এ ঘটনায় দ্রুত একটি মামলা করা হবে। আশা করছি, কাভার্ডভ্যান ও চালককে গ্রেপ্তার করতে পারব।’
শহিদুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই মাহমুদুল।