রাজধানীতে কাল বিএনপির গণমিছিল, সতর্ক পাহারায় থাকবে আ.লীগ
বিএনপির পূর্বঘোষিত গণমিছিল রাজধানীর নয়াপল্টন থেকে আগামীকাল শুক্রবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা। মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হবে এই গণমিছিল। দলটির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অপরদিকে, সচিবালয়ে বৃহস্পতিবার নিজ দপ্তরে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শুক্রবার ঢাকায় বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে ১০ ডিসেম্বরের মতোই সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। ঢাকাসহ সারা দেশেই এই সতর্ক পাহারা বসানো হবে। বিএনপি অগ্নিসন্ত্রাস করবে, ভাঙচুর করবে, সেখানে কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব?’
পাল্টাপাল্টি এই ব্যাক্যালাপে অনেকেই সংশয় ও আশঙ্কা প্রকাশ করছেন, দেশের প্রধান ও বড় দুটি রাজনৈতিক দলের এই কর্মূসচিকে ঘিরে আবার রাজপথ উত্তপ্ত হবে না তো? যদিও বিএনপি তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করার কথা বলেছে। এমনকি তাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশও সহযোগিতা করবে বলে তারা আশ্বস্ত হয়েছেন।
ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। তবে, তাঁদের কোনো শর্ত দেওয়া হয়নি। শুধু কর্মসূচি শান্তিপূর্ণ ও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে বলা হয়েছে। গণমিছিলের রাস্তাও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
বিএনপির গণমিছিলের প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ। আগামীকাল দুপুর ২টায় নেতাকর্মীরা জমায়েত হয়ে মিছিলটি নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে।’
ঢাকাবাসীকে গণমিছিল সফল করার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘গণমিছিল আমাদের সাংবিধানিক অধিকার। সেটার জন্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা চাওয়ার জন্য ডিএমপি কার্যালয়ে গিয়েছিলাম। ডিএমপি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেছে।’