রাজধানীতে চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে জয়দেব কুমার দাস (২৫) নামের এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে নিকুঞ্জ-২-এর ১৫ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ এনটিভি অনলাইনকে বলেন, ‘জয়দেব কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে সদ্য লেখাপড়া শেষ করেছেন। তিনি মেসে থাকতেন। সেখানে খাটের নিচে পড়ে ছিল অর্ধগলিত মরদেহ। মূলত, তাঁর মরদেহের গন্ধ ছড়িয়ে পড়লে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই।’
এসআই রাসেল পারভেজ আরও বলেন, ‘তাঁকে (জয়দেব কুমার দাস) হত্যা করা হয়েছে, না কি তিনি আত্মহত্যা করেছেন—তা জানতে আমরা তদন্ত করছি। আমাদের ধারণা, কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ওই মেসে আর কেউ ছিল কি না, তাদের সম্পর্কেও খবর নিচ্ছি আমরা।’
পুলিশ জানিয়েছে, জয়দেব কুমার দাসের গ্রামের বাড়ি দিনাজপুর। তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে জানিয়ে রাসেল পারভেজ বলেন, ‘পরিবারের লোকজন এলে তাঁদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় মামলা করা হবে কি না, সে সিদ্ধান্তও পরিবারের। লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।’