রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর শ্যামপুরে ট্রাকচাপায় কুরবান হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন।
গতকাল শনিবার (১৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কুরবান হোসেনের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলার কোলকাঠি গ্রামে। শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
এসআই মো. নুরুজ্জামান বলেন, ‘ফরিদাবাদ স্কুলের পাশে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়েন। এর মধ্যে কুরবানের মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপর দুইজন সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’
মো. নুরুজ্জামান আরও বলেন, ‘এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালক রাকিবুল ইসলামকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’