রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলেন শাকিল হোসেন ওরফে সাজু, জামাল হোসেন, আমিনুল ইসলাম ওরফে পারভেজ, সুমন ওরফে কালু ও রবিউল মল্লিক। এ সময় তিনটি চাকু জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিবি পুলিশ জানতে পারে, কিছু লোক হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকার মাহতাব পেট্রোল পাম্প অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। তারপর সেখানে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশের অবস্থান বুঝতে পেরে পালিয়ে যাচ্ছিল, এমন সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।