রাজধানীতে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার চার
রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও পুলিশি সরঞ্জামসহ ভুয়া ডিবি পরিচয়দানকারী চার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির (গোয়েন্দা-উত্তর) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তারকৃতরা হলেন-জাহিদ হাসান ওরফে রেজাউল,মানিক বেপারী ওরফে দারোগা মানিক,ফারুক হোসেন ওরফে নাসির উদ্দিন ও রুবেল সিকদার ওরফে রুস্তম।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন,গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ ডিবির জ্যাকেট পরে চেকপোস্টের মাধ্যমে ডাকাতি করার প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করে ডিবির তেজগাঁও জোনাল টিম।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বন্দুক, একটি চাপাতি, দুটি ছোরা, তিনটিট ডিবি লেখা জ্যাকেট, একটি খেলনা পিস্তল ও কভার, একটি ওয়্যারলেস সেট, সেলাইরেঞ্চ চাবি ও এক জোড়া হ্যান্ডকাফসহ নগদ এক লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানান মোহাম্মদ হারুন অর রশীদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ আন্তঃনগর ডাকাত দলের সদস্য। তারা আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাটে আগত বেপারী ও ক্রেতাদের কাছ থেকে ডাকাতি করার পরিকল্পনা করছিল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশের ছদ্মবেশে রাজধানী ও আশেপাশের বিভিন্ন জেলার সড়কে রাতে চেকপোস্ট বসিয়ে ডাকাতির চেষ্টা করত। এ ছাড়া তারা বিভিন্ন ব্যাংকের আশপাশে ওঁতপেতে থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলন ও পরিবহনকারী ব্যক্তিকে অনুসরণ করত। পরবর্তী সময়ে ডিবি পুলিশ পরিচয়ে উক্ত টাকা পরিবহনকারী ব্যক্তিকে গাড়ীতে তুলে নিয়ে ডাকাতি করে এবং ভিকটিমের হাত/পা বেধে দূরবর্তী স্থানে ফেলে দিত। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নামে ডিএমপিসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তারা সবাই বিভিন্ন মেয়াদে হাজতবাস ও জেল খেটেছে।
জনসাধারণকে সতর্ক করে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বড় অংকের টাকা লেনদেন করার সময় বড় রাস্তা পরিহার করে অলিগলিতে যাতায়াত না করা ও প্রয়োজনে ডিবি পুলিশের সহায়তা নেওবার আহ্বান জানাচ্ছি। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।