রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪১
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন আজ রোববার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
ওয়ালিদ হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের বেশির ভাগের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগেও একাধিক মামলা হয়েছে।’
ওয়ালিদ হোসেন আরো বলেন, ‘অভিযানকালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুই হাজার ৬৯৮ পিস ইয়াবা, ৪৩ গ্রাম হেরোইন, ছয় কেজি ৪১৫ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশি মদ ও ১৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’
গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।