রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫১
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন আজ রোববার দুপুরে এনটিভি অনলাইনকে এ খবর জানিয়েছেন।
ওয়ালিদ হোসেন বলেন, ‘ডিএমপির বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা মাদক বিক্রয় ও সেবনের সঙ্গে যুক্ত।’
ডিসি আরো বলেন, ‘অভিযানকালে ৫১ জনের কাছ থেকে এক হাজার ৭৯৬ পিস ইয়াবা, ৩৪ গ্রাম হেরোইন, ৪০ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে ৩৪টি মামলা করেছে বলেও জানিয়েছেন ওয়ালিদ হোসেন।