রাজধানীতে মাদকবিরোধী অভিযানে অর্ধশত গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে আট হাজার ১৬৮ পিস ইয়াবা, ২৯ কেজি ৬৫৮ গ্রাম গাঁজা ও ১৩৫ বোতল ফেনসিডিল জব্দ করে ডিএমপি।